ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
অনেক দলই বেলজিয়ামের বিপক্ষে খেলতে আগ্রহী নয় বলে মনে করেন দলটির অভিজ্ঞ মিডফিল্ডার।
Published : 04 Jun 2024, 08:56 PM
আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টপ ফেভারিটদের তালিকায় হয়তো থাকবে না বেলজিয়াম। বিষয়টি স্বীকার করে নিচ্ছেন কেভিন ডে ব্রুইনেও। তবে দলটির অভিজ্ঞ এই মিডফিল্ডারের বিশ্বাস, প্রতিপক্ষ দলগুলোর জন্য কাজ কঠিন করতে তুলতে পারবেন তারা।
ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে কখনও ট্রফির স্বাদ পায়নি বেলজিয়াম। তাদের সেরা সাফল্য ১৯৮০ সালে রানার্সআপ হওয়া। গত দুটি আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা।
জার্মানিতে অনুষ্ঠেয় এবারের আসরে তারা কতদূর যেতে পারবে, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি ডে ব্রুইনে। তবে নিজেদের সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী তিনি।
“আমি মনে করি না আমরা টপ ফেভারিটদের কেউ। তবে আমার মনে হয় না, খুব বেশি দল আমাদের বিপক্ষে খেলতে চাইবে।”
আসরে ‘ডি’ গ্রুপে বেলজিয়ামের তিন প্রতিপক্ষ রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেইন। টুর্নামেন্টের আগে শেষ প্রস্তুতিপর্বের প্রথম ম্যাচে বুধবার ব্রাসেলসে প্রীতি ম্যাচে মন্টেনেগ্রোর মুখোমুখি হবে তারা। জাতীয় দলের জার্সিতে ডে ব্রুইনের শততম ম্যাচ হবে এটি।
আগের দিন সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার সিটির ৩২ বছর বয়সী তারকা বললেন, বেলজিয়ামের অষ্টম ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করার দুয়ারে দাঁড়িয়ে গর্ব অনুভব করছেন তিনি।
“আমি অনেক শীর্ষ দলের বিপক্ষে খেলেছি এবং বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো সব বড় টুর্নামেন্টে খেলেছি। দল হিসেবে এসব প্রতিযোগিতায় আমরা কিছু ভালো মুহূর্ত পেয়েছি।”
“আমি আরও অনেক বেশি ম্যাচ খেলতে পারতাম, কিন্তু আমার আন্তর্জাতিক ক্যারিয়ার কিছু চোটের বাধায় পড়েছে। তবে শততম ম্যাচ, বিশেষ করে ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে এই ম্যাচ খেলার সুযোগ পেয়ে আমি খুব খুশি।"
ইউরো অভিযানে জার্মানি যাওয়ার আগে আগামী শনিবার ব্রাসেলসে বেলজিয়াম শেষ প্রীতি ম্যাচ খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে। প্রস্তুতির জন্য এই ম্যাচ দুটিকে ভালোভাবে কাজে লাগাতে চান ডে ব্রুইনে।
“এই দুটি প্রীতি ম্যাচে আমরা কিছুটা ছন্দ খুঁজে পেলে দল উজ্জীবিত হবে। আমাদের অবশ্যই ভালো খেলতে হবে, কিছু গোল করতে হবে এবং অনেকগুলো ভালো মুহূর্ত তৈরি করতে হবে। হয়তো কঠিন মুহূর্তের মুখোমুখি হওয়াটাও গুরুত্বপূর্ণ হবে, যাতে ইউরোর জন্য আমরা আরও ভালোভাবে প্রস্তুত হতে পারি।”
হ্যামস্ট্রিং চোটে ক্লাব সিটির হয়ে এবারের মৌসুমের প্রথমভাগে খেলতে পারেননি ডে ব্রুইনে। তবে এখন পুরোপুরি ফিট আছেন বলেই জানালেন তিনি।