‘বায়ার্ন পুরস্কার পায়নি’, পিএসজিকে প্রতিপক্ষ পেয়ে বললেন নাগেলসমান

পিএসজির বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলে মনে করেন বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2022, 07:48 PM
Updated : 7 Nov 2022, 07:48 PM

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নকআউট পর্বের প্রথম ধাপে বায়ার্ন মিউনিখের সামনে কঠিন পরীক্ষা। জার্মান চ্যাম্পিয়নদের খেলতে হবে তারকা সমৃদ্ধ দল পিএসজির বিপক্ষে। আসরের একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতেও শেষ ষোলোয় কঠিন প্রতিপক্ষ পেয়ে আক্ষেপ করছেন দলটির কোচ ইউলিয়ান নাগেলসমান।

ছয় ম্যাচের সবগুলো জিতে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। এই গ্রুপে ছিল ইন্টার মিলান ও বার্সেলোনার মতো দল।

ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুই মৌসুমে গ্রুপ পর্বে সব ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বায়ার্ন। তা সত্ত্বেও সোমবার শেষ ষোলোর ড্রয়ে তাদের সামনে পড়ে পিএসজি। যে দলের আক্রমণভাগে আছে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের মতো ফুটবলার।

নাগেলসমান সোমবার সংবাদ সম্মেলনে বলেন, গ্রুপ পর্বের বীরত্বের কোনো পুরস্কার পাননি তারা। পিএসজির বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলে মনে করেন তিনি।

“আমরা কঠিন প্রতিপক্ষ পেয়েছি। গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পুরস্কার পাইনি আমরা। পিএসজিও খুব খুশি হবে না।”

“তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে, আমাদেরও তাই। তবে এটা চ্যাম্পিয়ন্স লিগ, এখানে শেষ ষোলোয় সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই।”

পিএসজি এবার গ্রুপ পর্বে ছয় ম্যাচের চারটি জিতেছে। ড্র করেছে বাকি দুটি। শেষ রাউন্ডে ম্যাকাবি খাইফার বিপক্ষে ৬-১ গোলের নাটকীয় জয়ে বেশি অ্যাওয়ে গোলের সুবাদে এই গ্রুপের সেরা হয় বেনফিকা।

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি প্রথম লেগে পিএসজির মাঠে খেলবে বায়ার্ন। মিউনিখে ফিরতি লেগ হবে ৮ মার্চ।