বিশ্বকাপের পরবর্তী আসর পর্যন্ত চুক্তি করেছেন ৫৬ বছর বয়সী এই কোচ।
Published : 18 Mar 2023, 07:30 PM
আরও লম্বা সময়ের জন্য ক্রোয়েশিয়ার ডাগআউটে থাকছেন জ্লাতকো দালিচ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দেশটির কোচের দায়িত্ব পালন করবেন এই ক্রোয়াট।
২০১৭ সালে স্বল্পমেয়াদী চুক্তিতে ক্রোয়েশিয়ার কোচ হিসেবে নিয়োগ পান দালিচ। পরে দলের সফলতায় দায়িত্ব পেয়ে যান স্থায়ীভাবে।
দালিচের হাত ধরে ২০১৮ বিশ্বকাপে ফাইনালে খেলে ক্রোয়েশিয়া, দেশটির ইতিহাসে যা এখন পর্যন্ত সেরা সাফল্য। ফাইনালে অবশ্য ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে যায় ক্রোয়াটরা। বিশ্বকাপের পর দীর্ঘমেয়াদী চুক্তি করেন ৫৬ বছর বয়সী দালিচ।
কাতার বিশ্বকাপেও দারুণ খেলে ক্রোয়েশিয়া। রাশিয়া আসরের চেয়ে শক্তিমত্তার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও লুকা মদ্রিচরা দলকে নিয়ে যান সেমি-ফাইনালে। পরে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার বিপক্ষে শেষ চারে হেরে শেষ হয় ক্রোয়াটদের স্বপ্নযাত্রা। মরক্কোকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে দালিচের দল।
ক্রোয়েশিয়ার পরবর্তী চ্যালেঞ্জ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। চলতি মাসের শেষের দিকে দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েলস ও তুরস্ক।
দালিচের হাত ধরে ক্রোয়েশিয়ার উল্লেখযোগ্য সাফল্য আছে আরও। এই বছর উয়েফা নেশন্স লিগের ফাইনালসে খেলবে ক্রোয়েশিয়া। চার দলের শিরোপা লড়াইয়ে আগামী জুনে সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।