ব্রাজিল কোচ ফের্নান্দো জিনিসের হাতে যথেষ্ট বিকল্প খেলোয়াড় আছে, তাই সতর্ক আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
Published : 21 Nov 2023, 03:44 PM
নেইমার, ভিনিসিউস জুনিয়র, কাসেমিরো, এদেরসন, দানিলো, রিশার্লিসন এবং এদের মিলিতাও- নিয়মিত একাদশের এই সাত জনকে চোটের কারণে হাইভোল্টেজ ম্যাচে পাচ্ছে না ব্রাজিল। লিওনেল স্কালোনির জন্য বিষয়টি স্বস্তিরই, কিন্তু আর্জেন্টিনা কোচ এভাবে ভাবছেন না। বরং তার মনে হচ্ছে, ব্রাজিলের যথেষ্ট বদলি আছে এবং অনেক চোট সমস্যা থাকার পরও ব্রাজিল ভয়ঙ্কর হতে পারে।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে দুই দল। রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ।
কেবল মাঠের ফল নয়, ব্রাজিলের দুর্দশা বাড়িয়েছে সেরা খেলোয়াড়দের অনুপস্থিতি। পাঁচ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে থাকা দলটি সবশেষ ম্যাচে হেরেছে কলম্বিয়ার বিপক্ষে।
সবশেষ ম্যাচের ফল আর্জেন্টিনার জন্যও সুখকর নয়। যদিও ১২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে তারা, কিন্তু উরুগুয়ের বিপক্ষে হেরে আসার তিক্ত স্মৃতি সঙ্গী লিওনেল মেসি- এমিলিয়ানো মার্তিনেসদের।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি মারাকানায় বলে অন্যরকম তৃপ্তিও অবশ্য আছে আর্জেন্টিনার। ২০২১ সালে এই মাঠে সেলেসাওদের আনহেল দি মারিয়ার একমাত্র গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তারা। তবে অতীতের প্রাপ্তিতে ভেসে যেতে চাইছেন না স্কালোনি। ব্রাজিলকে তাই কোনোভাবে সহজ প্রতিপক্ষ মনে করছেন না বিশ্বকাপ জয়ী এই কোচ।
“তারা দুজনই ফেনোমেনোন (ভিনিসিউস জুনিয়র ও নেইমার) এবং যৌক্তিকভাবেই তাদের গোনায় ধরতে হবে। আমরা সবসময় বিশ্বাস করি, দারুণ সব বদলি খেলোয়াড় ব্রাজিলের আছে। তাদের দলে শীর্ষ পর্যায়ের, তরুণ, গতিময় এবং গুরুত্বপূর্ণ সব ক্লাবে খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছে। নিশ্চিতভাবে ব্রাজিল কোচ ভিন্ন পরিকল্পনা প্রস্তুত রেখেছেন। দলটা ব্রাজিল এবং আমরা সবাই জানি এর অর্থ কী।”
কলম্বিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে থেকেও শেষ দিকে লুইস দিয়াসের জোড়া গোলে হেরে যায় ব্রাজিল। স্কলোনি কেবল ওই ম্যাচের ফল দিয়ে জিনিসের দলকে মূল্যায়ন করতে চান না।
“কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল ভালো খেলেছিল, তবে ম্যাচের ফলের দিকে তাকালে দেখা যায়, তারা হেরেছে। কিন্তু ম্যাচে তাদের পারফরম্যান্স ঠিক সেরকম ছিল না, তারা ৭৬তম মিনিট পর্যন্ত দারুণ খেলেছিল; তাই ফল কিছুটা বিভ্রান্তিকর। আমি মনে করি, ভালো পর্যায়েই আছে তারা।”
বাছাইয়ে টানা চার জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল টানা তিন ম্যাচ জয়হীন; এর মধ্যে হার সবশেষ দুটিতে, ড্র একটি। ঘুরে দাঁড়াতে বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়নদের ভিন্ন পরিকল্পনা থাকবে বলে বিশ্বাস আর্জেন্টিনা কোচের।
“তারা বড় দল এবং যেভাবেই হোক, তারা ঘুরে দাঁড়াতে চাইবে। এজন্য তাদের তেড়েফুঁড়ে বেরিয়ে আসতে হবে বা নিজেদের খেলাটা খেলতে হবে। দলটির আবহ বদলাবে না; তাদের কোচের খেলার যে ছক, সেটাও বদলাবে না।”
“(কেনো দলের জন্য) একটা মুহূর্ত ভালো নাকি খারাপ মুহূর্ত, সেটা আসলে কখনই জানা যায় না। বিষয়টা আপেক্ষিক। কেননা, ফুটবলে সবকিছুই সম্ভব। এটা ব্রাজিল এবং আমরা ইতোমধ্যে জানি, সেখানে কী অপেক্ষা করছে (আমাদের জন্য)।”