শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ নারী ফুটবল দলকে এই সংবর্ধনা দেওয়া হবে।
Published : 31 Oct 2024, 09:23 PM
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশের মেয়েদের সংবর্ধনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আগামী শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ নারী ফুটবল দলকে এই সংবর্ধনা দেওয়া হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার পর বাংলাদেশ দলকে ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে যাওয়া হয়। আর এই পুরো পথজুড়ে চলে উৎসব।
বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
দুই বছর আগে ওই মাঠেই নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার এ ট্রফির স্বাদ পেয়েছিল বাংলাদেশ।