Published : 01 May 2025, 08:21 PM
স্পেন জাতীয় দলের ম্যাচ মানেই একটি ড্রাম হাতে নিয়ে গ্যালারিতে মানুয়েল কাসেরেস আর্তেসেরোর সরব উপস্থিতি। আর কখনও দেখা যাবে না সেই দৃশ্য। ৭৬ বছর বয়সে মারা গেছেন দেশটির এই আইকনিক ফুটবল সমর্থক।
১০টি বিশ্বকাপ ও ৮টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাঠে বসে দেখা আর্তেসেরো পরিচিত ছিলেন ‘মানোলো এল দেল বোম্বো’ বা ‘মানোলো উইথ দা ড্রাম’ নামে। হাতে একটি ড্রাম নিয়ে তিনি হাজির হয়ে যেতেন গ্যালারিতে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্পেনের জন্য গলা ফাটাতে ১৮টি বড় টুর্নামেন্টের সাক্ষী হলেও ২০২২ সালের কাতার বিশ্বকাপে তিনি যেতে পারেননি। ওই সময়ে এ নিয়ে আক্ষেপও করেছিলেন।
“আমি সবকিছু ঠিক করে রেখেছিলাম। যাওয়ার দুই দিন আগে তারা বলেছিল যে, আমাকে একটি হোটেল বুক করতে হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে, আমাদের দল সেমি-ফাইনালে পৌঁছালে তারা আমাকে কাতারে নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। এখন তো সবকিছুই এলোমেলো হয়ে গেল। এটিই প্রথম বিশ্বকাপ, যা আমি সরাসরি দেখতে পারছি না, খুব কষ্ট লাগছে।”
ওই আসরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন।
প্রিয় মানোলোর মৃত্যুতে সামাজিক মাধ্যমে তার একটি ছবি দিয়ে শোক প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
“আমাদের সবচেয়ে প্রিয় অনুসারীদের একজন মারা গেছেন, যিনি ভালো ও খারাপ, সময়সময় আমাদের পাশে ছিলেন। আমরা জানি তুমি আমাদের হৃদয়কে দোলা দিয়ে যাবে- শান্তিতে ঘুমাও, মানোলো। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।”
আর্তেসেরো সবশেষ মাঠে গিয়ে স্পেনের ম্যাচ দেখেছিলেন গত ২৩ মার্চ। ভালেন্সিয়ায় উয়েফা নেশন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের ওই লড়াইয়ে ৩-৩ ড্রয়ের পর নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে স্পেন। দলটির সবশেষ ম্যাচও সেটিই।