ফিফা র্যাঙ্কিং
১৩২ নম্বরে থেকে বছর শেষ করতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।
Published : 13 Dec 2024, 04:59 PM
টুর্নামেন্টের অপরাজেয় যাত্রায় সেমি-ফাইনালে ভুটান এবং গত ৩০ অক্টোবর ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ উইমেন'স চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ। তাদের ওই সাফল্যের প্রতিফলন পড়েছে শুক্রবার সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে; সাত ধাপ এগিয়ে ১৩২তম স্থানে উঠেছে তারা।
শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা অবশ্য একদমই ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ম্যাচে দুর্বল পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হারের মুখে পড়ে গিয়েছিল সাবিনা-ঋতুপর্ণারা, শেষমুহূর্তের গোলে ড্র করে তারা। তবে, পরের ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে হয় গ্রুপ সেরা।
এরপর আর কোনো হোঁচট নয়, শেষ চার ও শিরোপা লড়াইয়ে দারুণ জয়ে ভাসে শিরোপা জয়ের আনন্দে।
সাফের সেমিতে ওঠা ভুটান তিন ধাপ এগিয়ে আছে ১৭২ নম্বরে। এক ধাপ এগিয়ে ১৫৭ নম্বরে পাকিস্তান এবং এক ধাপ পিছিয়ে তাদের পরেই শ্রীলঙ্কা।
টানা দ্বিতীয়বার সাফের ফাইনালে হেরে যাওয়া নেপাল চার ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে আছে। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে ভারত; তবে পিছিয়েছে তারাও। এক ধাপ পিছিয়ে ৬৯ নম্বরে আছে দলটি।
র্যাঙ্কিংয়ের শীর্ষে নেই কোনো পরিবর্তন; আগের মতোই চূড়ায় আছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে এগিয়ে পরের দুটি স্থানে স্পেন ও জার্মানি।