ইউরোপিয়ান ফুটবল
বিশ্বের সেরা দলের প্রশ্নে নিজের অভিমত তুলে ধরলেন আর্জেন্টিনা অধিনায়ক ও সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি।
Published : 07 Jun 2024, 09:03 PM
ইউরোপিয়ান ফুটবলে বরাবরাই আধিপত্য রেয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ও বর্তমান চ্যাম্পিয়ন তারা। স্পেনের শীর্ষ লিগের সফলতম দলও তারাই। ফলাফলের দিক থেকে রেয়ালই এই মুহূর্তে বিশ্বের সেরা দল বলে মনে করেন লিওনেল মেসি। তবে খেলার ধরন বিবেচনায় পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটিকে এগিয়ে রাখছেন আর্জেন্টিনা অধিনায়ক ও সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
চোটজর্জর দল নিয়েও সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ মৌসুমে তিনটি শিরোপা ঘরে তোলে রেয়াল মাদ্রিদ। ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর লা লিগায় ৩৬তম শিরোপা জিতে নেয় তারা চার ম্যাচ হাতে রেখে। স্পেনের শীর্ষ লিগে দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি শিরোপা বার্সেলোনার।
আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতাটিতে রেকর্ড ১৫তম শিরোপার স্বাদ পায় রেয়াল। সাতটির বেশি ট্রফি জিততে পারেনি আর কোনো দল।
গুয়ার্দিওলার কোচিংয়ে সিটিও গত কয়েক বছরে দুর্দান্ত এক দলে পরিণত হয়েছে। গত মৌসুমে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল (চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ) জয়ের কীর্তি গড়ে তারা। এবার প্রথম দল হিসেবে টানা চারটি প্রিমিয়ার লিগ জয়ের অনন্য কীর্তিও গড়ে দলটি।
গত চারটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেই রেয়াল বা সিটির মধ্যে কোনো দল খেলেছে এবং তিনবার জিতেছে শিরোপা।
বার্সেলোনায় ২১ বছরের অধ্যায়ের ইতি টেনে পিএসজি হয়ে এখন ইন্টার মায়ামির খেলা মেসি শুক্রবার আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বের সেরা দলের প্রশ্নে তার ভাবনা তুলে ধরেন। বার্সেলোনায় একটা সময়ে গুয়ার্দিওলার কোচিংয়ে খেলা আটবারের ব্যালন দ’র জয়ীর মতে, স্প্যানিশ এই কোচের হাত ধরে যেকোনো দলই হয়ে ওঠে বিশেষ কিছু।
“সেরা দলের কথা যদি বলতে হয়, তাহলে সেটা রেয়াল মাদ্রিদ, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন।”
“যদি ফলাফলের কথা বলেন, তাহলে মাদ্রিদ, আর যদি খেলার ধরনের কথা বলেন, ব্যক্তিগতভাবে আমি গুয়ার্দিওলার সিটিকে পছন্দ করি। তার মনোভাব, তার কোচিং পদ্ধতি এবং দলগুলোকে তিনি যেভাবে খেলান, আমার মনে হয় গুয়ার্দিওলার কোচিংয়ে যেকোনো দলই স্পেশাল। খেলার ধরন বিবেচনায়, আমার কাছে সিটি সেরা; ফলাফলের ক্ষেত্রে মাদ্রিদ।”
বার্সেলোনায় গুয়ার্দিওলার কোচিংয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, দুটি ক্লাব বিশ্বকাপসহ মোট ১৪টি ট্রফি জেতেন মেসি।