রোনালদোর কাছ থেকে ‘বিশেষ কিছু’ পেয়ে খুশি ব্রাজিলের তালিসকা 

নিজে পেনাল্টি না নিয়ে সতীর্থের হাতে বল তুলে দেন পর্তুগিজ মহাতারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 10:41 AM
Updated : 19 March 2023, 10:41 AM

চাইলে নিজে স্পট কিক নিতে পারতেন ক্রিস্তিয়ানো রোনালদো। করতে পারতেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল। তবে পর্তুগিজ মহাতারকা বল তুলে দেন সতীর্থ আন্দেরসন তালিসকার হাতে। রোনালদোর থেকে এই ‘বিশেষ সম্মান পেয়ে’ উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান মিডফিল্ডার।   

সৌদি প্রো লিগে শনিবার আভার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জেতে রোনালদো-তালিসকার দল আল নাস্‌র।

৭৮তম মিনিটে চমৎকার ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান রোনালদো। এতে দলটির হয়ে তিন ম্যাচের গোল খরা কাটান ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। সৌদি আরবে প্রথম মৌসুমে তার নবম গোল এটি।

শেষ দিকে আভার বক্সে রোনালদো হেডের জন্য লাফিয়ে ওঠার সময় তার পেছনে থাকা প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক নিতে রোনালদো বল তুলে দেন সদ্য চোট কাটিয়ে ফেরা তালিসকার হাতে। মৌসুমে নিজের ১৪তম গোলটি করেন ২৯ বছর বয়সী ফুটবলার। 

ম্যাচ শেষে সৌদি স্পোর্টস কোম্পানি (এসএসসি) টিভিতে একজন দোভাষীর মাধ্যমে তালিসকা তুলে ধরলেন পারস্পরিক শ্রদ্ধাবোধের ব্যাপারটি।

“এটি পারস্পরিক শ্রদ্ধা। আমরা একটি দল, আমরা একটি পরিবারের মতো কাজ করি। আমরা সবাই একে অপরকে সহযোগিতা করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল। শেষ পর্যন্ত ক্লাবের ভালোর জন্যই সবকিছু। আমি বা অন্য যে কোনো খেলোয়াড় হোক না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো গোল করা। এটা অবশ্যই রোনালদোর কাছ থেকে বিশেষ কিছু।”