ব্রাজিলের বিশ্বকাপ ট্রফির দীর্ঘ খরার অবসান ও ‘হেক্সা’ জয়ের স্বপ্নপূরণে নেইমারের দিকে তাকিয়ে রদ্রিগো।
Published : 10 Sep 2024, 11:54 AM
ব্রাজিল দলের এখন যা অবস্থা, পাঁড় সমর্থকের জন্যও এই দলকে নিয়ে বড় স্বপ্ন দেখা কঠিন। তারপরও বিশ্বকাপে সবসময় তাদের লক্ষ্য থাকে একটিই- ট্রফি জয়। আগামী বিশ্বকাপ ঘিরেও সেই আশা আছে রদ্রিগোর। তবে সেই লক্ষ্য পূরণে একটি শর্ত তিনি জুড়ে দিয়েছেন। বিশ্বকাপ জিততে হলে নেইমারকে তাদের লাগবেই।
নেইমারকে নিয়েই অবশ্য গত তিনটি বিশ্বকাপ খেলেছে ব্রাজিল। কিন্তু শিরোপা অধরাই রয়ে গেছে। বিশ্বকাপ ইতিহাসের সফলতম দলটির জন্য বিশ্বকাপ বারবার হয়ে উঠেছে দুঃস্বপ্নের। তাদের ‘হেক্সা’ অভিযান রূপ নিয়েছে হাহাকারে। সেই ২০০২ আসরের পর আর ট্রফি জিততে পারেনি ব্রাজিল।
বিশ্বকাপ জেতাতে না পারলেও ব্রাজিলের ফুটবল ইতিহাসের সফলতম গোলস্কোরার নেইমারই। কিন্তু চোটের কারণে গত বছরের অক্টোবর থেকে তিনি মাঠের বাইরে। তাকে ছাড়া এই সময়টায় ব্রাজিল হয়ে উঠেছে আরও ছন্নছাড়া।
বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হেরে যায় ব্রাজিল। বাছাইয়ের ইতিহাসে টানা তিন ম্যাচে হার তাদের জন্য ছিল প্রথম। টানা চার ম্যাচ জয়বিহীন থাকার পর গত শুক্রবার রদ্রিগোর গোলে একুয়েডরকে হারাতে পারে তারা। বাছাইয়ের পয়েন্ট তালিকায় ছয় থেকে উঠে আসে চারে।
রদ্রিগোর মতে, নেইমারের ঘাটতি দলে পূরণ করা যাচ্ছে না। আগামী বিশ্বকাপ জিততে হলে নেইমারের বিকল্প তিনি দেখেন না।
“আমার কিছু বলার নেই। সবাই দেখতে পাচ্ছে। এটা খুবই পরিষ্কার যে, তার অভাব কতটা অনুভূত হচ্ছে দলে। তিনি আমাদের তারকা, আমাদের সেরা ফুটবলার। বিশ্বকাপ জিততে হলে তাকে আমাদের লাগবে। সবাইকে ভালো থেকে তাকে সহায়তা করতে হবে।”
“আমরা সবাই নেইমারকে সুস্থ দেখতে চাই। তিনি যদি সুস্থ থাকেন… সেরে ওঠার শেষ পর্যায়ে আছেন তিনি। যত দ্রুত সম্ভব তাকে ফিরে পেতে চাই আমরা।”
গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচে টাইব্রেকারে বল জালে পাঠাতে ব্যর্থ হয়েছিলেন রদ্রিগো। ম্যাচের পরে তিনি ক্ষমা চেয়েছিলেন, ‘নেইমারকে ট্রফি উঁচিয়ে ধরা থেকে বঞ্চিত করায়।’
নেইমারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গল্পও শোনালেন রদ্রিগো। ফুটবলার হিসেবে তো তাকে আদর্শই মানেন রেয়াল মাদ্রিদের তরুণ উইঙ্গার, পাশাপাশি মানুষ হিসেবেও তার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে আছেন নেইমার।
“আমরা নিয়মিতই পরস্পরকে ম্যাসেজ পাঠাই। এখন সে দলের সঙ্গে অনুশীলনে ফেরার পথে আছে। সতীর্থ হিসেবে তিনি দারুণ। মানুষ হিসেবে তিনি যেমন… তাকে নিয়ে কেউ খারাপ কথা বললে আমার কষ্ট লাগে।”
“তিনি সবসময় আমাকে নানা কিছু লেখেন, সহায়তা করেন। তাকে আমি ভালোবাসি। ফুটবলার হিসেবে তিনি তো আমার আদর্শই, মানুষ হিসেবেও সে অসাধারণ একজন।”
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে লড়বেন রদ্রিগোরা।