ম্যাচের ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টার মায়ামির আর্জেন্টাইন গোলকিপার, তবে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন উইঙ্গারের গোলে জয় পায় তারা।
Published : 10 Mar 2025, 10:19 AM
দুই ম্যাচ পর স্কোয়াডে দেখা গেল লিওনেল মেসির নাম। শুরুর একাদশে না থাকলেও তাকে দেখা গেল ডাগ আউটে। মানে যে কোনো সময়ই নামানো হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সময়টা এলোই না। আরও একটি ম্যাচ বাইরে থাকলেন আর্জেন্টাইন তারকা। তবে তাকে ছাড়া আরও একটি ম্যাচে ঠিক জয় পেল তার দল। দলের আর্জেন্টাইন গোলকিপারের লাল কার্ডের ম্যাচে আর্জেন্টাইন উইঙ্গারের গোলে জিতল ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় সোমবার সকালে শার্লট এফসিকে ১-০ গোলে হারায় ইন্টার মায়ামি।
মায়ামির মূল গোলকিপার ড্রেক ক্যালেন্ডার চোটের কারণে মাঠের বাইরে বেশ কিছু দিন ধরেই। তার বদলে খেলছিলেন অস্কার উস্তারি। কিন্তু ৩৮তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। তৃতীয় পছন্দের গোলকিপার রোকো রিওস নোভোকে নামাতে বাধ্য হয় মায়ামি।
২০২১ সালে নিউ ইয়র্ক এফসির পর প্রথম দল হিসেবে মেজর লিগ সকারের প্রথম দল হিসেবে টানা তিন ম্যাচে লাল কার্ড পেল মায়ামি।
তবে দলকে উদ্ধার করেন দারুণ ফর্মে থাকা একজন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন তাদেও আইয়েন্দে। সেল্তা ভিগো থেকে ধারে মাস দুয়েক আগে মায়ামিতে আসা আর্জেন্টাইন উইঙ্গার গোলের দেখা পেলেন টানা চার ম্যাচে।
একজন কম নিয়েও রক্ষণভাগের দৃঢ়তায় সেই গোল শেষ পর্যন্ত ধরে রাখে মায়ামি।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মায়ামি। চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে অপরাজিত আছে দলটি।
মেসি সবশেষ খেলেছেন গত ২৬ ফেব্রুয়ারি। সাত দিনের মধ্যে তখন তিনটি ম্যাচ খেলার পর টানা তিন ম্যাচ তাকে পেল না মায়ামি। পেশির অবসাদজনিত কারণে মাঠের বাইরে তিনি। এই ম্যাচের আগে কোচ হাভিয়ের মাসচেরানো বলেছিলেন, “লিও (মেসি) আগের চেয়ে অনেক ভালো আছে এখন। আমরা আশাবাদী যে, যদি সবকিছু ভালোভাবে এগোয়, তাহলে তার (ম্যাচ খেলার) তালিকায় থাকার সম্ভাবনা আছে।”
সেই তালিকাতেই কেবল থাকা হলো না। মাঠে ফেরা হলো না এ দিনও।