চ্যাম্পিয়ন্স লিগ
প্রথম লেগে আর্সেনালের মাঠে বিধ্বস্ত হলেও ফিরতি লেগে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর আশায় রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 12 Apr 2025, 09:14 PM
প্রথম লেগে তিন গোলে হারার পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে যেতে ফিরতি লড়াইয়ে অভাবনীয় কিছু করে দেখাতে হবে রেয়াল মাদ্রিদকে। স্প্যানিশ দলটির কোচ কার্লো আনচেলত্তি আরও একবার প্রত্যয়ী কণ্ঠে বললেন, ঘুরে দাঁড়াতে নিজেদের চেষ্টার কোনো কমতি রাখবেন না তারা।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত মঙ্গলবার আর্সেনালের মাঠে ৩-০ গোলে হারে শিরোপাধারীরা। আগামী বুধবার ফিরতি লেগ হবে সান্তিয়াগো বের্নাবেউয়ে।
ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে ঘুরে দাঁড়ানোর দারুণ সব গল্প গত কয়েক বছরে রচনা করেছে রেয়াল। আর্সেনালের মাঠে ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, ‘বিশ্বে কোনো দল যদি ৩-০ থেকে ঘুরে দাঁড়াতে পারে, সেটি রেয়াল মাদ্রিদই।’ শনিবারের সংবাদ সম্মেলনেও হাল না ছাড়ার প্রত্যয় জানালেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
“আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। মাদ্রিদই একমাত্র দল যারা অনেকবার এমনটা করেছে। আমরা জানি কাজটা কঠিন। আগামীকাল (রোববার) থেকে শুরু করে শেষ মুহূর্ত এবং শেষ বল পর্যন্ত আমরা চেষ্টা করব।”
লা লিগায় রোববার আলাভেসের মুখোমুখি হবে রেয়াল। আপাতত সেদিকেই মনোযোগ দিতে চান আনচেলত্তি।
“সবাই বুধবারের ম্যাচ নিয়ে ভাবছে, তবে এখন অবশ্যই আগামীকালের (রোববার) ম্যাচ নিয়ে (ভাবার সময়), আমাদের ভালো খেলতে হবে এবং জিততে হবে।”
“প্রতিটি পরাজয় সবসময় একই রকম। হারের পরের সময়টা কঠিন, তবে কীভাবে পরিস্থিতি পরিবর্তন করা যায় এবং পরবর্তীতে কী হবে, তা নিয়ে ভাবতে হবে। সৌভাগ্যবশত, ফুটবল প্রতিটি পরাজয়ের পর একটি সুযোগ দেয়।”
৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।