ইংলিশ ফুটবল
Published : 14 Jun 2024, 05:05 PM
নতুন মৌসুম সামনে রেখে রক্ষণের শক্তি বাড়াচ্ছে ক্রিস্টাল প্যালেস। বার্সেলোনা থেকে মরক্কোর ডিফেন্ডার চাদি রিয়াদকে দলে যোগ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
২০ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করার কথা শুক্রবার জানিয়েছে ক্রিস্টাল প্যালেস।
মরক্কান বাবা-মায়ের সন্তান রিয়াদের জন্ম মায়োর্কার পালমায়। এই দ্বীপের বয়সভিত্তিক দল দিয়ে শুরু করার পর তিনি যোগ দেন বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায়। সেখানে আলো ছড়িয়ে জায়গা করে নেন মূল দলে। তবে স্রেফ এক ম্যাচ খেলেই বার্সেলোনা ছেড়ে খুঁজে নিলেন নতুন ঠিকানা।
গত বছরের জুলাইয়ে রেয়াল বেতিসে ধারে যোগ দেন রিয়াদ। স্প্যানিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচ খেলেন তিনি। এবার তাকে কিনে নিল ক্রিস্টাল প্যালেস।
গত জানুয়ারিতে সিয়েরা লিওনের বিপক্ষে মরক্কোর হয়ে অভিষেক হয় রিয়াদের। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। কদিন আগে কঙ্গোর বিপক্ষে দেশের জার্সিতে প্রথম গোলের দেখা পান তিনি।