শাস্তিস্বরূপ পয়েন্ট হারিয়ে অবনমন অঞ্চলে নটিংহ্যাম

এবারের প্রিমিয়ার লিগে দ্বিতীয় দল হিসেবে পয়েন্ট খোয়ানোর শাস্তি পেল নটিংহ্যাম ফরেস্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 04:10 PM
Updated : 18 March 2024, 04:10 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙায় নটিংহ্যাম ফরেস্টের চার পয়েন্ট কেটে নিয়েছে লিগ কর্তৃপক্ষ। ফলে, লিগ টেবিলের অবনমন অঞ্চলে নেমে গেছে ক্লাবটি।

প্রিমিয়ার লিগের সোমবারের বিবৃতিতে এই শাস্তির বিষয়টি জানানো হয়েছে।

একের পর এক ব্যর্থতায় এমনিতেই ভীষণ বাজে অবস্থায় ছিল নটিংহ্যাম। ২৯ ম্যাচ খেলে তাদের জয় মাত্র ছয়টি। সঙ্গে সাত ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে ছিল দলটি।

শাস্তির পর ২১ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে ১৮ নম্বরে। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি হওয়ায় একধাপ উপরে উঠেছে লুটন টাউন।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙায় দ্বিতীয় দল হিসেবে এমন শাস্তি পেল নটিংহ্যাম। এর আগে এভারটনকে ১০ পয়েন্ট জরিমানা করা হয়েছিল। পরে তাদের আপিলের পর শাস্তি কমে দাঁড়ায় ৬ পয়েন্টে।

নটিংহ্যামও তাদের শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।