কোপা আমেরিকা
হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কাণ্ডের জন্য আয়োজকদের কাছে ক্ষমাও চেয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন।
Published : 16 Jul 2024, 09:58 PM
কোপা আমেরিকার ফাইনালে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলের গ্রেপ্তার হওয়ার ঘটনায় নিরাপত্তা রক্ষীদের দায় দেখছে দেশটির ফুটবল ফেডারেশন (এফসিএফ)।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অবশ্য আয়োজকদের কাছে ক্ষমাও চেয়েছে এফসিএফ।
আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে কলম্বিয়ার হেরে যাওয়া ফাইনাল শুরুর আগেই লঙ্কাকাণ্ড বেঁধে যায়। টিকেটবিহীন দর্শক মাঠে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মারামারি শুরু হয়। খেলা শুরু হতেও দেরি হয় এক ঘণ্টা ২০ মিনিট।
ফাইনাল শেষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মারামারিতে জড়ান কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রধান রামন জেসেরুন ও তার ছেলে রামন জামিল জেসেরুন। ৭১ বছর বয়সী এই ফুটবল সংগঠক ও তার ৪৩ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়।
ফ্লোরিডা-ডেইড পুলিশ জানায়, হার্ড রক স্টেডিয়ামে রোববার ফাইনাল শেষে মিডিয়া টানেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনায় ওই দুজনকে আটক করা হয়েছিল।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, রাত ১২টা ২০ মিনিটে ওই ঘটনা ঘটে। মিডিয়া টানেলে তখন সংবাদকর্মীরা জড়ো হতে শুরু করেছিলেন। সেখানেই মাঠে ঢোকার চেষ্টায় একাধিক নিরাপত্তাকর্মীর সঙ্গে ঝামেলায় জড়ান ওই দুজন। একজন নিরাপত্তকর্মী ছিলেন ইউনিফর্ম ছাড়া। তার দায়িত্ব ছিল দর্শকদের ঠেকানো।
পুলিশ জানায়, রামন জামিলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ওই নিরাপত্তকর্মী। তখন দ্রুতই ক্ষুব্ধ হয়ে চিৎকার শুরু করেন বাবা-ছেলে দুজনই। এক পর্যায়ে ওই নিরাপত্তাকর্মীর ঘাড়ে ধরে মাঠে টেনে নিয়ে যান রামন জামিল। এরপর তাকে ঘুষি ও মাথায় লাথিও মারেন ফুটবলপ্রধানের ছেলে। পরে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।
জামিন পেলেও দুজনের বিরুদ্ধে হুমকি ও আক্রমণ করার কারণে তিনটি অভিযোগ এনেছে পুলিশ। শুরুতে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও মঙ্গলবার নিজেদের অবস্থান জানায় এফসিএফ।
“স্টেডিয়ামের বেসরকারী নিরাপত্তা রক্ষীরা কলম্বিয়া প্রতিনিধি দলের অধিকাংশ সদস্যকে সময়মতো এবং সরাসরি মাঠে প্রবেশে বাধা দিয়েছিল, সংগঠনের (এফসিএফ) অফিসিয়াল ব্যাজ প্রত্যেকের কাছে থাকার পরও।”
“সেখানে যা হচ্ছিল, পরিস্থিতির কারণে পিতা হিসেবে সহজাত প্রবৃ্ত্তি থেকে রামন জেসেরুন ওভাবে চিৎকার করে অভিযোগ করেন; কারণ তিনি করিডোরে তার স্ত্রী, ছেলে-মেয়েরা এবং নাতি-নাতনিদের নিয়ে ছিলেন।”
ফেডারেশনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অপ্রত্যাশিত ওই ঘটনার জন্য ফেডারেশন সভাপতি ‘আন্তরিকভাবে দুঃখ প্রকাশ’ করেছেন এবং এমন ঘটনা ঘটা ‘উচিত হয়নি’ মনে করেন তিনি।