Published : 17 Jan 2024, 02:51 PM
এইতো মাস কয়েক আগেই, নতুন চ্যালেঞ্জের রোমাঞ্চে লিভারপুলের পাঠ চুকিয়ে সৌদি লিগে যোগ দেন জর্ডান হেন্ডারসন। কিন্তু সেই অধ্যায়টা হয়তো খুব একটা লম্বা হচ্ছে না ইংলিশ মিডফিল্ডার। গণমাধ্যমের খবর, খুব শিগগিরই আল-ইত্তিফাকের সঙ্গে সম্পর্ক চুকিয়ে অন্য কোনো ক্লাবে যাবেন তিনি।
লিভারপুলের জার্সিতে ১২ বছর ইংলিশ ও ইউরোপিয়ান ফুটবল রাঙিয়ে গত জুলাইয়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিফাকে নাম লেখান হেন্ডারসন। চুক্তি করেন তিন বছরের। কিন্তু ছয় মাস পরই সেই চুক্তি নাকি শেষ হতে বসেছে!
অন্তত ক্রীড়া বিষয়ক পত্রিকা দা অ্যাথলেটিকের খবর, চুক্তিটি শেষ করতে সমঝোতায় পৌঁছেছে আল-ইত্তিফাক ও হেন্ডারসন। ফলে, এথন নতুন কোনো ক্লাবে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিতে পারবেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
নেদারল্যান্ডসের জায়ান্ট ক্লাব আয়াক্স হেন্ডারসনকে দলে টানতে চেষ্টা করছে বলেও গণমাধ্যমের খবরে এসেছে।