উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
পাকিস্তানের প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে প্ল্যান ‘বি’ও তৈরি রেখেছেন বললেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার।
Published : 19 Oct 2024, 08:59 PM
তিন দিন টার্ফে অনুশীলনের পর চতুর্থ দিন ঘাসের মাঠে অনুশীলন করল বাংলাদেশ। কিন্তু সেন্ট জেভিয়ার্স স্কুলের এবড়ো-থেবড়ো মাঠে খুব বেশি ঘাম ঝরালেন না পিটার জেমস বাটলার। হালকা রানিং, স্ট্রেচিং সেরে নেমে পড়লেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের কৌশল বুঝিয়ে দিতে। অসমান মাঠে চোট শঙ্কা এড়াতে নিজেদের মধ্যে কোনো ম্যাচও খেলেননি সাবিনা-মনিকারা।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৬টায় পাকিস্তানের বিপক্ষে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ খেলবে বাটলারের দল। সেরা একাদশের একটা ধারণা অবশ্য মিলেছে শনিবারের প্রস্তুতিতেই।
পোস্টে প্রথম পছন্দ গত আসরের সেরা গোলরক্ষক রূপনা চাকমা। তার সামনে চার ডিফেন্ডার হতে পারেন শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, আফিদা খন্দকার ও কোহাতি কিসকু। মাঝমাঠে আক্রমণের সুর বেঁধে দেওয়ার দায়িত্ব পড়তে পারে মনিকা চাকমা, স্বপ্না রানী কিংবা মুনকি আক্তারের কাঁধে।
আক্রমণভাগে যথারীতি গত সাফের সর্বোচ্চ গোলদাতা (৮টি) ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সাবিনা খাতুন। সেখানে অধিনায়কের সঙ্গী হতে পারেন তহুরা খাতুন, ঋতুপর্ণা, শামসু জুনিয়র বা মাতসুশিমা সুমাইয়াদের একজন। গত সাফে চার গোল করা ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারকে হয়ত বদলি খেলাবেন বাটলার।
ভারত-পাকিস্তান ম্যাচ দেখে পরিকল্পনাও ঢেলে সাজানোর কথা প্রস্তুতি শেষে বললেন বাটলার। বিশেষ করে পাকিস্তানের দলের লম্বা ও শারীরিক শক্তিনির্ভর খেলোয়াড়দের নিয়ে চিন্তিত তিনি। ভারতের বিপক্ষে জালের দেখা পাওয়া সুহা হিরানি, কাইলা মারিয়া সিদ্দিকী এবং ইংল্যান্ড ও সৌদি আরবের ক্লাবে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার জাহমেনা মালিকদের নিয়ে ভিন্ন ভিন্ন ছক কষে রেখেছেন বাংলাদেশ কোচ।
“আমি পাকিস্তানের খেলা দেখেছি, ভারতের খেলা দেখেছি, আমি মনে করি পাকিস্তান দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং ভারতের বিপক্ষে তারা শেষ দিকে ম্যাচ জমিয়ে তুলেছিল, ঘুরে দাঁড়িয়ে ৪-২ স্কোরলাইন করেছিল একটা পর্যায়ে। দুই দলের প্রতিই আমাদের সর্বোচ্চ সম্মান আছে, বৈচিত্রময় মানের খেলোয়াড় আছে পাকিস্তান দলে।”
“ওদের খেলোয়াড়েরা শারীরিক গড়নে বড় ও লম্বা, শক্তিনির্ভর ফুটবল, সেট-পিসসহ আরও অনেক দিক আছে। আক্রমণাত্মক দল, রক্ষণে শক্তিশালী খেলোয়াড়ও আছে তাদের। তবে টেকনিক্যালি আমরা ভালো দল, আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, আমাদের প্ল্যান ‘এ’, ‘বি’, আছে।”
আপাতত মুকুট ধরে রাখার ভাবনাও একপাশে রাখছেন বাটলার। গ্রুপ সেরা হওয়ার ভাবনাও নয় আপাতত, বরং পাকিস্তানের বিপক্ষে জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করার দিকে মনোযোগী তিনি।
“আমি মনে করি, আমাদের দৃষ্টিকোণ থেকে জয়টা গুরুত্বপূর্ণ। ৫-০ গোলে জিতলাম, নাকি কত ব্যবধানে জিতলাম, এটার আসলে কোনো মানে নেই। আমাদের প্রতিপক্ষকে সম্মান করতে হবে। ব্যক্তিগত ও দলীয়ভাবে সেরাটা বের করে আনার জন্য প্রতিপক্ষকে সমীহ করতে হবে।”
“টুর্নামেন্ট শুরু হয়েছে, আমার দৃষ্টিতে এই প্রতিযোগিতায় আমরা এখন পর্যন্ত যা দেখেছি, খেলার মান খারাপ নয়। আমরা টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের লক্ষ্যের প্রতি মনোযোগী থাকব। আমি মনে করি, এই দলের অনেক কিছু দেওয়ার আছে।”