বুন্ডেসলিগার ক্লাবটির সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কোত দি ভোয়ার এই ফরোয়ার্ড।
Published : 11 Jul 2023, 08:32 PM
চলতি দলবদলে ঠিকানা বদল করলেন চেলসির আরও একজন খেলোয়াড়। এক মৌসুমের জন্য ধারে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনে যোগ দিলেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড ডেভিড ডাট্রো ফোফানা।
দুই ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে।
গত জানুয়ারিতে চেলসিতে নাম লেখান ২০ বছর বয়সী ফোফানা। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে মাত্র ৩টি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেন তিনি।
২০১৯ সালে প্রথমবার বুন্ডেসলিগায় খেলা ইউনিয়ন বার্লিন আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। এবারই প্রথম ইউরোপ সেরার মঞ্চে অংশ নেবে দলটি।
মাওরিসিও পচেত্তিনো কোচ হওয়ার পর নতুন করে দল সাজাচ্ছে চেলসি। সেই প্রক্রিয়ায় অনেক খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে তারা। এরই মধ্যে চলে গেছেন- অভিজ্ঞ ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতা, মিডফিল্ডার মাতেও কোভাচিচ, এনগোলো কঁতে, গোলরক্ষক এদুয়াঁ মঁদিসহ আরও কয়েকজন৷ সবশেষ এই তালিকায় যোগ হলো ফোফানার নাম।
সবশেষ মৌসুমে প্রিমিয়ার লিগে ১২তম হওয়া চেলসি আগামী মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলবে না।