আর নভোযানটি ফ্রান্স, সুইডেন ও ইতালি থেকে বিভিন্ন পেলোডের পাশাপাশি একটি পাকিস্তানি কিউবস্যাটও বহন করছে।
Published : 10 May 2024, 03:49 PM
সম্প্রতি চাঁদের দূরবর্তী অংশ থেকে পাথর ও মাটির নমুনা পৃথিবীতে আনতে প্রায় দুই মাসের মিশনে একটি নভোযান পাঠিয়েছে চীন, যেখানে দেখা মিলেছে এক ‘রহস্যময় অতিথি’র।
সম্প্রতি ‘চায়না একাডেমি অফ স্পেস টেকনোলজি (কাস্ট)’-এর প্রকাশিত নতুন ছবিতে দেখা গেছে, চাঁদের দূরবর্তী দিকের উদ্দেশ্যে পাড়ি জমানো চীনের ‘চ্যাং’ই ৬’ নভোযানটি চাঁদের কক্ষপথে অবস্থান করছে ও ল্যান্ডারটির পাশে একটি ছোট রোভারের মতো কিছু একটা দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার চীনের ‘ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)’ ঘোষণা করেছে, গত সপ্তাহে উৎক্ষেপণ করা নভোযানটি সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে, যা সামনের মাসের মহাকাশযানটির অবতরণের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে বিজ্ঞানভিত্তিক সাইট ‘স্পেস ডট কম’ প্রতিবেদনে লিখেছে, কাস্ট-এর প্রকাশিত ছবিতে এমন এক রহস্যময় মিনি রোভার দেখা গেছে, যা এই দীর্ঘমেয়াদী মিশনের জন্য খুবই ছোট।
‘সাংহাই ইনস্টিটিউট অফ সিরামিকস’-এর ওয়েবসাইট থেকে ইঙ্গিত মিলেছে, নভোযানটির মধ্যে একটি ‘ইনফ্রারেড ইমেজিং স্পেকট্রোমিটার’ থাকতে পারে, যা চাঁদের মাটি ও শিলার মধ্যে থাকা পানি শনাক্তে ব্যবহার করা যেতে পারে’।
চ্যাং’ই ৬ নভোযানটির চাঁদে যাওয়ার উদ্দেশ্য নিয়ে খুব কম তথ্য প্রকাশ করেছে চীন। শুধু জানা গেছে, এটি চাঁদের কোনো এক জায়গায় অবতরণ করবে ও এর লক্ষ্য হল চাঁদের বিভিন্ন নমুনা পৃথিবীতে নিয়ে আসা, অনেকটা ২০২০ সালে চীনের ‘চ্যাং’ই ৫’ মিশনের মতোই।
আর নভোযানটি ফ্রান্স, সুইডেন ও ইতালি থেকে বিভিন্ন পেলোডের পাশাপাশি একটি পাকিস্তানি কিউবস্যাটও বহন করছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
এই প্রথম চীন মহাকাশে বিস্ময়কর ডিভাইস পাঠাল, বিষয়টি এমন নয়। এর আগে ২০২১ সালে মঙ্গলে চীনের তিয়ানওয়েন-১ মিশনের সময় ‘সিএনএসএ’ এতে এমন এক ক্যামেরা পাঠিয়েছিল, যা এর ‘ঝুরং’ রোভারের একটি সেলফি তুলতে পেরেছিল।