Published : 31 Mar 2023, 12:13 PM
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার দেয়াল ধসে পাশের টিনশেড বাড়ির উপর পড়ে এক শিশু নিহত এবং শিশুর মাসহ চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে কোনাবাড়ির জরুন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানান কোনাবাড়ি থানার ওসি মো. আশরাফ উদ্দিন।
নিহত চার বছরের শিশু মুশফিক রাজশাহীর মোস্তাফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন মুশফিকের মা মোছা. মুক্তা (২৫), মোহাম্মদ রুবেল (৩০), মো. জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২)।
তারা সবাই ভবনটির পাশের স্থানীয় মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির ভাড়াটে।
ওসি মো. আশরাফ উদ্দিন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে এলাকায় বৃষ্টি ও ঝড়ো হওয়া বইছিল। রাত ১২টা ৪৫ মিনিটের দিকে জরুণ এলাকার মো. ফারুক আহমেদের নির্মাণাধীন ৫ তলা ভবনের তৃতীয় তলার পূর্ব পাশের দেয়াল ধসে পড়ে।
“১৫ ফিট উচ্চতার ওয়ালটি ধসে পাশের টিনশেড বাড়ির ১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয় এবং বেশ কয়েকজন আহত হয়।”
ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ওয়্যারহাইস ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
“হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মুশফিককে মৃত ঘোষণা করেন। তার মায়ের অবস্থাও আশঙ্কাজনক। তিনিসহ আহত অন্যরাও ওই হাসপাতালে ভর্তি আছেন।”
কোনাবাড়ি থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।