সিলেটে এমসি কলেজের এক ছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। যিনি নগরীর বন্দরবাজার এলাকায় দুই নারী যাত্রী নিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন।
সোমবার দুপুরে শাহপরান (রহ.) থানা এলাকার বটেশ্বর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলে ওই থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান।
হাসপাতালে জ্ঞান ফেরার পর ছাত্রীটি জানান, অটোরিকশায় তার দুই পাশে দুই নারী ছিলেন। এরপর তিনি আর কিছু বলতে পারেননি।
মেয়েটি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে ওসি আনিসুর রহমান জানান, ওই কলেজ ছাত্রী এখন শঙ্কামুক্ত।
“উদ্ধারের সময় ওই কলেজ ছাত্রীর কাছে টিস্যুতে কলম দিয়ে লেখা একটি চিরকুট পাওয়া যায়। যেখানে লেখা ছিল- ও আমাদের শিকার নয়। আমাদের গাড়িতে সিগন্যাল দিছে, এর লাগি আমরা পুরিরে (কলেজ ছাত্রী) গাড়িতে তুলতে বাধ্য হইছি। কোনো ভাল মানুষ পাইলে পৌঁছায় দিও।”
সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মেয়েটির বাড়ি জেলার দক্ষিণ সুরমা উপজেলায় জানিয়ে ওসি আনিসুর রহমান বলেন, “মেয়েটির সঙ্গে ১০০ টাকা ছাড়া তেমন কিছু ছিল না। টাকাটা খোয়া যায়নি। পরিবারের সদস্যদের ডেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।”