লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Published : 24 Jan 2024, 03:46 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘চাল ধার’ দেওয়া নিয়ে দ্বন্দ্বে ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টায় উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডল পাড়ায় এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি মো. ওসমান গনি জানান।
নিহত শাহ আলম (২৮) একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
গ্রেপ্তার জাফর আলম (৫৫) ওই এলাকার বাসিন্দা।
স্বজন ও স্থানীয়দের বরাতে ওসমান গনি বলেন, কয়েকদিন আগে শাহ আলমের বড় বোনের কাছ থেকে তার স্ত্রী দুই কেজি চাল ধার নেয়। মঙ্গলবার সন্ধ্যায় সেই চাল ফেরত দেন।
কিন্তু সেই চাল ধার নেওয়া চালের চাইতে নিম্নমানের এমন দাবি করে শাহ আলমের স্ত্রীর সঙ্গে বড় বোনের তর্কাতর্কি হয়।
ওসি বলেন, “এ নিয়ে বুধবার সকালে শাহ আলমের সঙ্গে তার ভগ্নিপতি জাফর আলমের আবারও তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় জাফরের ছুরিকাঘাতে শাহ আলম আহত হন। “
স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে হস্তান্তর করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, বুধবার বেলা ১২টায় টেকনাফ থেকে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই পথে তার মৃত্যু হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।