চুয়াডাঙ্গার সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি সোনার বার জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে দামুড়হুদার বারাদী সীমান্তের নাস্তিপুর গ্রামে এই অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
আটক মোছা. শাহানারা (৪৮) চুয়াডাঙ্গার দর্শনার নাস্তিপুর গ্রামের প্রয়াত আবুল কাশেমের স্ত্রী।
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে বিজিবির একটি দল সীমান্তে অব্স্থান নিয়েছিল।
তিনি জানান, সীমান্ত পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামে জোড়া কবরস্থান এলাকায় দুপুর ১টার দিকে একটি অটোরিকশা থামিয়ে যাত্রী মোছা. শাহানারাকে নামিয়ে নেন বিজিবি সদস্যরা।
“পরে তার দেহ তল্লাশি করে দুটি প্যাকেটে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যেগুলোর ওজন দুই কেজি ৩৪১ গ্রাম।”
শাহানারাকে আটক করা হয়েছে; এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়।