মামলার পরে আসামিদের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
Published : 27 Dec 2023, 04:46 PM
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার।
বুধবার সকালে কালকিনি প্রেসক্লাবে নিহত এসকেনদার খাঁর ছেলে কিরণ খাঁ লিখিত ও মৌখিক বক্তব্য দেন।
এসকেনদার মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহামিনা বেগমের পক্ষের কর্মী ও লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে কিরণ খাঁ অভিযোগ করে বলেন, “শুক্রবার রাতে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হন বাবাসহ বেশ কয়েকজন। এ সময় মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়ার সমর্থক ও লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয় তাদের উপর।
“এ সময় বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পায়ের রগ কেটে দেওয়া হয়। বাধা দিলে আরেকজনকে কুপিয়ে আহত করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।”
তিনি আরও বলেন, “পরে দুইজনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুইজনকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
সেখানে শনিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসকেনদার খাঁ। এই ঘটনায় কালকিনি থানায় ৩১ জনের নামে একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানান তিনি।
কিরণ খাঁ বলেন, “আসামিরা অপর একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাদের ফাঁসানোর পাঁয়তারা চালাচ্ছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি।”
এদিকে মামলার পরে আসামিদের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ এসকেনদারের ছেলে।
এর আগে সোমবার ভোররাতে গাজীপুর থেকে বিল্লাল খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
বিল্লাল (৩০) কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটাবালী গ্রামের মোকলেস খানের ছেলে। তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য।
দীর্ঘদিন এলাকার কোন্দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ায় এসকেনদার খাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া এসকেনদার ও বিল্লালদের মধ্যে এর আগে জমিজমা নিয়ে বিরোধ এবং মারামারির ঘটনায় একাধিক মামলাও হয়। আগের বিরোধকে কাজে লাগিয়ে এসকেনদারকে হত্যা করা হয়।
আরও পড়ুন:
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যায় ‘পরিকল্পনাকারী’ গ্রেপ্তার
মাদারীপুরে হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মীর মৃত্যু
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা, আহত ১০
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা: ৫৭ জনকে আসামি