সৌরভ গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ জানায়।
Published : 01 Feb 2023, 09:05 PM
বরিশালের গৌরনদীতে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রী ও তার ‘প্রেমিক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন, সৌরভের স্ত্রী (১৯), তার কথিত প্রেমিক, গৌরনদী উপজেলার কালনা গ্রামের হাকিম ফকিরের ছেলে আবু সাঈদ সিয়াম ফকির (২২), সহযোগী জিহাদ হাসান রাজন সিকদার (১৭) ও রায়হান খন্দকার (২৮)।
অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে যুবককে কোপাতে ব্যবহৃত চাপাতি ও চাকু; পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যবহার করা মোবাইল ফোন সেট।
গ্রেপ্তার তরুণরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়ার কথা সংবাদ সম্মেলনে জানান এসপি।
ঘটনার শিকার সৌরভ বেপারী (২৮) গৌরনদীর পিঙ্গলাকাঠি গ্রামের কবির বেপারীর ছেলে। এ ছাড়া তিনি সোনালী ব্যাংকের একটি শাখার গাড়ি চালক।
সৌরভ গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে এসপি ওয়াহিদুল ইসলাম জানান।
গ্রেপ্তার অভিযানে ছিলেন গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় গৌরনদী উপজেলার কালনা গ্রামে সৌরভকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিদর্শক হেলাল জানান, এ ঘটনায় গত ২৮ জানুয়ারি সৌরভের বাবা কবির বেপারী বাদী হয়ে পুত্রবধূকে প্রধান আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
অন্য আসামিরা হলেন, আবু সাঈদ সিয়াম ফকির, তার সহযোগী জিহাদ হাসান রাজন সিকদার, রায়হান খন্দকারসহ অজ্ঞাতনামা ২/৩ জন।
পরিদর্শক হেলাল আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে হামলাকারীদের শনাক্তে অভিযান ও গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করেন তারা।
ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সৌরভের স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় এবং ডিজিটাল তথ্য-প্রমাণ পেয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
পরিদর্শক হেলাল জানান, আহতের স্ত্রীর দেওয়া তথ্যে ৩১ জানুয়ারি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া লেদু মোল্লা সড়ক থেকে আবু সাইদ সিয়াম ও জিহাদ হাসান রাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের দেওয়া তথ্যে গৌরনদীর কালনা গ্রামের ঝোপের মধ্য থেকে ঘটনায় ব্যবহৃত চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।
পরিদর্শক হেলাল আরও বলেন, গত ২৮ জানুয়ারি সৌরভের স্ত্রী বরিশাল জ্যৈষ্ঠ বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দিয়েছেন। তাকে ও ঘটনার পর গ্রেপ্তার রায়হান খন্দকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বিকালে রাজনকে শিশু আদালতে এবং সিয়ামকে বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে হয়েছে বলে এসপি জানান।