নবাবগঞ্জে দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন সালমা ইসলাম, সে বিষয়ে রাতে কথা বলেন সালমান এফ রহমান।
Published : 06 Jan 2024, 09:22 AM
জাতীয় পার্টিসহ অন্য প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য নৌকা প্রতীকের নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম।
অভিযোগ অস্বীকার করে এই আসনের নৌকার প্রার্থী সালমান এফ রহমান বলছেন, ভোটারদের মন জয় করতে না পেরে সালমা ইসলাম মিথ্যাচার করছেন।
শুক্রবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার কামারখোলার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম।
এ সময় তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত থেকে নৌকা প্রতীকের নেতাকর্মীরা অন্য প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা যাতে ভোটকেন্দ্রে ভোট দিতে না যান সেজন্য হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, “এবারের নির্বাচনের সঙ্গে দেশের স্বার্থ জড়িত। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।”
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, “এর মধ্যেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নসহ আরও একাধিক ইউনিয়নের কিছু অসাধু জনপ্রতিনিধিসহ যারা এ অঞ্চলে সুবিধাবাদী হিসেবে ব্যাপক পরিচিত তারা আমার ভোটারসহ অন্যান্য প্রার্থী ও তার লোকজনকে হুমকি দিচ্ছেন যাতে তারা ভোট দিতে ভোটকেন্দ্রে না আসেন।”
এ বিষয়ে জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করে সালমা ইসলাম বলেন, “আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। সারা দেশের ন্যায় দোহার-নবাবগঞ্জে যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নাগরিক অধিকার বাস্তবায়ন, পছন্দের মানুষকে এমপি নির্বাচিত এবং এই এলাকার উন্নয়ন কাজ সমাপ্ত করতে পারে সেদিক বিবেচনা করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনারা সেই দায়িত্বটুকু পালন করবেন।
“আমার নির্বাচন কমিশন, সরকার ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটাই দাবি, এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দোহার-নবাবগঞ্জবাসী চেয়ে আছে আপনাদের দিকে। আপনাদের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। ”
সালমা ইসলাম বলেন, আগামী রোববার সেই প্রত্যাশিত দিনের অপক্ষোয় রয়েছেন দেশবাসী। শুধু প্রয়োজন ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সবাইকে অবহিত করেছেন।”
অপরদিকে নিশ্চিত পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সরে যেতে ঢাকা-১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সালমা ইসলাম মিথ্যে অভিযোগ করছেন বলে মন্তব্য করেছেন আসনটির আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান।
শুক্রবার রাতে ঢাকা নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জে সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “শুক্রবার লাঙ্গল প্রতীকের প্রার্থী একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তার ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলে নানা অভিযোগ করেন৷ তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”
আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, “কেননা তার কোন ভোটারকে হুমকি দেওয়া হয়েছে তিনি তা নির্দিষ্ট করে বলেননি। তাছাড়া কোন দলের কোন প্রার্থীর বা সমর্থকরা তাকে হুমকি দিয়েছেন সেটাও নির্দিষ্ট করে তিনি বলেননি।”
তাই এ ধরনের বিভ্রান্তিমূলক কথা না বলার জন্য সালমা ইসলামের প্রতি অনুরোধ জানান তিনি।
সালমান এফ রহমান আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা ক্রমাগত প্রতিটি এলাকায় টহলরত আছেন। এই অবস্থায় কোনো ভোটারের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করা বাস্তবসম্মত নয়।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, “সালমা ইসলাম বুঝে গেছে তার জনপ্রিয়তা নেই তাই নির্বাচনের দুদিন আগে তিনি বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন।
এ সময় তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ‘আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দেবো’ উদ্ধৃতির বরাত দিয়ে ভোটারদের নিঃসংকোচে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।