জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনায় ডিবির এক এসআই ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন – দুদক।
দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেন।
বিজন কুমার জানান, এসআই আলী আকবর শেখ খুলনা নগরীর ১৮/২ নম্বর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। মামলায় আলী আকবর ও তার স্ত্রীর নাজমা আকবরের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।”
এর আগেও দুদকের একটি মামলা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে তখন এসআই আলী আকবর শেখকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিজন কুমার জানান, সাময়িক বরখাস্তকৃত এসআই ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২১ লাখ ৮২ হাজার ৯৪৩ টাকার সম্পদ গোপন করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তার ৮৮ লাখ ২২ হাজার ৯৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতি আছে।
“এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দুদক আইনের ২৭(১) এবং ২৬(২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।”