এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২০ শিশু-কিশোর অংশ নেয়।
Published : 01 Apr 2024, 02:00 AM
সিরাজগঞ্জে শিশু সাংবাদিকদের নিয়ে তিন দিনের কর্মশালা শুরু হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকদের নিয়ে বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ এর আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে শহরের রায়পুরে জেলা সমাজসেবা কমপ্লেক্সের হল রুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ইসরাইল হোসেন বাবু।
কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মতিয়ার রহমান।
এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত ২০ জন শিশু-কিশোর অংশ নেয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যৈষ্ঠ সহসম্পাদক মো. রোকনুজ্জামান।
এর মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে সংবাদ তৈরির পাশাপাশি ভিডিও ধারণ ও ছবি ওঠানো সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]