আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও পাঁচজন।
Published : 24 Apr 2023, 11:49 AM
কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় বিষাক্ত মদ পানে এক প্রকৌশল শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে; আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও পাঁচজন।
সোমবার ভোরে ওই তিনজন মারা যান বলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার জানান।
নিহতরা হলেন- জেলার ভেড়ামারা উপজেলার বাসিন্দা ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী সিফাত উল্লাহ শিপু (২৬), কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মো. শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মো. রতন (২১)।
চিকিৎসক তাপস কুমার আরও জানান, রোববার রাতে জেলার বিভিন্ন এলাকায় বিষাক্ত তরল পদার্থ পান করে আশঙ্কাজনক অবস্থায় একে একে আট রোগী হাসপাতালে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন; বাকি পাঁচজনের অবস্থায়ও ভালো নয়।
একই কথা জানান কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন।
তিনি বলেন, লাশগুলোর ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।