পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হচ্ছে জুনে!

পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের কর্মকর্তা জানান, চা নিলাম কেন্দ্র পরিচালনার জন্য ১২টি ব্রোকার ও ৮টি ওয়্যার হাউজ আবেদন করেছে। এর মধ্যে পাঁচটির অনুমোদন দেওয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 03:49 PM
Updated : 20 May 2023, 03:49 PM

আগামী জুনে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চা শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে শনিবার সকালে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ কথা জানান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি টেডার্স অ্যাসোসিয়েশন’ এ সভার আয়োজন করে।

সংগঠনটির সভাপতি আমিরুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ চা শিল্প সংশ্লিষ্ট অংশীজনরা ছিলেন।

এতে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের কর্মকর্তা আমির হোসেন জানান, গত বছর এ জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পরিচালনার জন্য ১২ টি ব্রোকার হাউজ ও ৮টি ওয়্যার হাউজ আবেদন করেছে।এর মধ্যে পাঁচটির অনুমোদন দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, “নিলাম কেন্দ্রটি চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয়ভাবে পরিবহন খরচ কমবে। স্থানীয় অর্থনীতিতে নতুনমাত্রা যুক্ত হবে।”