কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
Published : 18 Dec 2022, 06:09 PM
বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সদর হাসপাতালে সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জায় বেলুনের বদলে সরকারি নিরাপদ কনডম ব্যবহার করার ঘটনায় এক নার্সকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শনিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুস সোবাহানের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া মো. রেজাউল করিম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে রোববার রেজাউল বলেন, “আমি সরল সোজা মানুষ। কিনে এনে বেলুন ফুলিয়েছি। কিন্তু কীভাবে কী হলো বুঝতে পারলাম না।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিজয় দিবসের দিন শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জার অংশ হিসেবে বেলুনের সঙ্গে সরকারি নিরাপদ কনডম ব্যবহার করা হয়। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে এবং সমালোচনা হয়।
এই পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) মো. মফিজুল ইসলামকে সভাপতি এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দারকে সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) সৌমিত্র সরকার ও জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) কাজী শাহ মো. আব্দুল্লাহ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আব্দুস ছামাদ বলেন, “এ জঘন্যতম ঘটনার মূলহোতাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ঘটনা আমাদের মহান বিজয় দিবসের আনন্দকে বিষাদে পরিণত করেছে।”
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুস সোবাহান বলেন, “জরুরি বিভাগের সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জায় বেলুনের বদলে সরকারি নিরাপদ কনডম ব্যবহার করা হয়েছে। তাই জরুরি বিভাগের ইনচার্জকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”