হরিণটি সুন্দরবনের খলিসাবুনিয়া গভীর অরণ্য থেকে বাঘের তাড়া খেয়ে খোলপেটুয়া নদীতে পড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
Published : 09 Feb 2024, 08:06 PM
নদী সাঁতরে লোকালয়ে আসার পথে একটি হরিণকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে উদ্ধারের আবার সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।
শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার খোলপেটুয়া নদী থেকে হরিণটিকে উদ্ধার করা হয় বলে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান।
হাবিবুল বলেন, গাবুরা এলাকার লোকজন হরিণটিকে নদী সাঁতরে লোকালয়ে আসতে দেখে বনবিভাগকে খবর দেন। পরে বনবিভাগের সদস্যরা স্পিডবোটে করে সেখানে পৌঁছায়।
এরপর প্রায় এক ঘণ্টা চেষ্টার পর হরিণটিকে নদীর চরে তোলা হয় বলে জানান তিনি।
নদীটি সুন্দরবন লাগোয়া। হরিণটি সুন্দরবনের খলিসাবুনিয়া গভীর অরণ্য থেকে বাঘের তাড়া খেয়ে খোলপেটুয়া নদীতে পড়ে যায় বলে স্থানীয়দের বরাতে বনবিভাগের এ কর্মকর্তা জানান।
তিনি বলেন, হরিণটিকে আবার সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।