“সবার সম্মিলিত চেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে, এ বিষয়ে প্রার্থীরা ভোটারদের আশ্বস্ত করবেন।”
Published : 27 Jun 2023, 04:45 PM
বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় ৮০০ নির্বাচনের আয়োজন করেছে জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, “প্রতিটি নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয় সেই চেষ্টা করেছি।”
তিনি বলেন, “ভোটগ্রহণ হলে মানুষ মারা যায়, এটা দেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত স্বাভাবিক ধারণায় পরিণত হয়েছিল। কিন্তু আমরা নতুন কমিশন এতগুলো নির্বাচন করলেও কোথাও একটি লোকও মারা যায়নি।”
রোববার দুপুরে যশোরের শার্শা উপজেলা অডিটরিয়ামে বেনাপোল পৌরসভা নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন ইসি আহসান হাবিব।
নির্বাচন কমিশন একা কিছু করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, “সবার সম্মিলিত চেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। এ বিষয়ে প্রার্থীরা ভোটারদের আশ্বস্ত করবেন।”
প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এমন কিছু করবেন না যাতে প্রার্থিতা বাতিল হয়। ইভিএমে ভোট স্বচ্ছ হবে, কোনো কারচুপি হবে না, যদি কেউ কারচুপির কথা প্রমাণ করতে পারেন তাহলে দায় নেবে নির্বাচন কমিশন।”
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।
আরও উপস্থিত ছিলেন- যশোর জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ।
আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভার নির্বাচন, এদিন ৩০ হাজার ৩৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন (নৌকা), স্বতন্ত্র হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রিয় কাউন্সিলের নির্বাহী সদস্য ফারুক হোসেন উজ্জ্বল ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিএনপিপন্থি হিসেবে পরিচিত মফিজুর রহমান সজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।