ছয়টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয়।
Published : 12 Aug 2023, 01:21 PM
পাবনায় একদিনের অভিযানে বিনা টিকেটের যাত্রীদের কাছ থেকে জরিমানাসহ ১ লাখ ৩৩ হাজার ২৯৫ টাকা ভাড়া আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে।
শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১১ পর্যন্ত ছয়টি আন্তঃনগর ট্রেনে ও কয়েকটি স্টেশনে অভিযান চালিয়ে এ অর্থ আদায় করা হয় বলে জানিয়েছেন পাবনার পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলম।
তিনি জানান, টানা ১৪ ঘণ্টা ৪৫ মিনিটি এ অভিযান চলে। এ সময় ছয়টি ট্রেনের সাড়ে ৬০০ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রাজশাহী ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। বিভিন্ন ট্রেন ও স্টেশনে ব্লক চেকিংয়ের মাধ্যমে অভিযান চালানো হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, সিল্কসিটি এক্সপ্রেস (আপ), সুন্দরবন এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস (আপ), রংপুর এক্সপ্রেস (ডাউন), পঞ্চগড় এক্সপ্রেস ও সিল্কিসিটি এক্সপ্রেস (ডাউন) এক্সপ্রেস ট্রেনে এবং রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, বড়ালব্রীজ, নাটোর ও সান্তাহার স্টেশনে এ অভিযান চলে।
অভিযানে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলমসহ গার্ড, টিটিই, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী বাণিজ্যিক কর্মকর্তা বলেন, “অভিযানে ৬৫০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ৯৯ হাজার ১৪৫ টাকা এবং জরিমানা হিসেবে ৩৪ হাজার ১৫০টাকা; মোট ১ লাখ ৩৩ হাজার ২৯৫ টাকা আদায় করা হয়।”