“একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে বিশ্ব নেতাদের দেখিয়ে দেওয়া হবে।”
Published : 20 Feb 2024, 08:32 AM
বিএনপি ‘তলে তলে’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।
তিনি বলেছেন, “আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব থাকবে না। তাই তারা তলে তলে প্রস্তুতি নিচ্ছে।”
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সহযোগী সংগঠনের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফারুক খান।
আওয়ামীবিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দলও আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জোর প্রস্তুতি নিচ্ছে বলে তিনি দাবি করেন।
আওয়ামী লীগের নেতৃত্বে দ্বাদশ সংসদ নির্বাচন স্বচ্ছ হবে দাবি করে দলটির সভাপতিমণ্ডলীর এ সদস্য আরও বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে বিশ্ব নেতাদের দেখিয়ে দেওয়া হবে।”
বিএনপি আবার ক্ষমতায় এলে দেশকে পাকিস্তান বানিয়ে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের নেতৃত্বে ডিজিটাল থেকে দেশ এখন স্মার্ট হচ্ছে উল্লেখ করে ফারুক খান বলেন, “বিশ্বের বুকে এখন উন্নয়নের মহাসড়কে দ্রুত ধাবমান বাংলাদেশ। এটা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে।”
দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের বিকল্প নেই দাবি করে তিনি বলেন, “আগামী নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার।
উপজেলার সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোসসহ অনেকে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]