লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়ক পার হবার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়।
Published : 22 Oct 2023, 05:50 PM
নাটোরের লালপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বীর মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
বৃহস্পতিবার রাতে উপজেলার ভাদুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন।
নিহত এসকেন্দার সরকার (৭০) উপজেলার নুরুল্লাপুর গ্রামের প্রয়াত কোকিল সরকারের ছেলে। আহত মোটরসাইকেল চালক আনিছুর রহমান (২৫) ভাদুরবটতলা এলাকার টিপু সুলতানের ছেলে।
ওসি উজ্জল বলেন, রাত সাড়ে ৮টার দিকে এসকেন্দার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঈশ্বরদী থেকে লালপুরমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে এসকেন্দারকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি উজ্জল।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক ]