রোববার ভোরে নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিঁখোজ ছিলেন সাঈদ।
Published : 06 Apr 2023, 02:42 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিঁখোজ হওয়ার চার দিন পর এক জুতা ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আশতলা পাড়ার একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বিশ্বাস।
নিহত আবু সাঈদ (২৫) জীবননগর পৌর এলাকার হাইস্কুলপাড়ার মোহাম্মদ রইচ উদ্দিনের ছেলে। জীবননগর বাজারে ইয়ান সু নামের একটি জুতার দোকান আছে আবু সাঈদ।
পরিদর্শক স্বপন কুমার জানান, রোববার ভোরে নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সাঈদ। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে পরদিন পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আশতলা পাড়ার একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা স্থান থেকে তার লাশ উদ্ধার করে।
পরিদর্শক স্বপন কুমার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।