পুলিশ জানায়, ছাদের উপরে থাকা একটি বৈদ্যুতিক তারে সঙ্গে স্পর্শ লেগে নাহিদুল বিদ্যুতায়িত হন।
Published : 24 Feb 2024, 04:18 PM
গাজীপুর মহানগরে দোতলা তলা ভবনের ছাদে পানির লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে নগরীর নলজানি এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগরের বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান।
নিহত নাহিদুল ইসলাম (২৪) মহানগরের সদর থানার বাঙ্গালগাছ এলাকার হাবিবুল্লার ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি আবু সিদ্দিক বরেন, সকালে ওই এলাকার শাহ আলমের দোতলা ভবনের ছাদে পানির লাইনে কাজ করতে যান নাহিদুল।
“কাজ করার এক পর্যায়ে ছাদের উপরে থাকা একটি বৈদ্যুতিক তারে সঙ্গে স্পর্শ লেগে নাহিদুল বিদ্যুতায়িত হন। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বরে জানান পুলিশের এই কর্মকর্তা।