টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

একটি ট্রাক ঘোড়াশাল থেকে চিনি নিয়ে রাজশাহী যাচ্ছিল, অপরটি বগুড়া থেকে আলু নিয়ে ঢাকা যাচ্ছিল।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2023, 06:19 AM
Updated : 23 March 2023, 06:19 AM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু পূর্বপাড় থানার ওসি শফিকুল ইসলাম জানান। 

নিহত ৩৫ বছর বয়সী ট্রাকচালক জাহেরুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামের আব্দুল কুদ্দুস নুরু মিয়ার ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি শফিকুল জানান, সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৪ নম্বর ব্রিজ সংলগ্ন চরভাবলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক জহিরুল নিহত হন। অপর ট্রাকের চালক ও একজন হেলপারকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।” 

দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালকের সহকারী মো. হায়দার জানান, তারা ঘোড়াশাল থেকে চিনি নিয়ে রাজশাহী যাচ্ছিলেন। সকালে ঘটনাস্থলে পৌঁছালে বগুড়া থেকে ঢাকাগামী আলু ভর্তি একটি ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে তাদের ট্রাকের চালক আহত হয়েছেন। অপর ট্রাকটির চালক নিহত ও সহকারী আহত হয়েছেন বলে জানান তিনি। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিক হাসান জানান, দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

বঙ্গবন্ধু পূর্বপাড় থানার ওসি শফিকুল বলেন, নিহত চালকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।