নীলফামারীতে দুই ফিলিং স্টেশনকে ৪৫ হাজার টাকা জরিমানা

‘তাদের বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।’

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2022, 11:36 AM
Updated : 8 August 2022, 11:36 AM

নীলফামারীতে দুই ফিলিং স্টেশনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার এই দুই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয় বলে অধিদপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক সামছুল আলম জানান।

তিনি বলেন, জেলা শহরের পাঁচমাথা এলাকার ভাই ভাই ফিলিং স্টেশনকে ২৫ হাজার এবং কালিতলা এলাকায় রাজা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

“তাদের বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।”

সামছুল আলমের সঙ্গে জেলা বাজার তদারক ও কৃষি বিপণন কর্মকর্তা এটিএম এরশাদ আলম খান ছিলেন।