অভিযানে ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।
Published : 21 Jan 2024, 05:34 PM
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নকল খেঁজুরের গুড় তৈরির দুইটি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে অভিযান পরিচালনা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান।
তিনি বলেন, নকল গুড় তৈরির দায়ে আলম শেখ (৪১) ও জলিল শেখকে (৫৬) দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আলম ও জলিল দীর্ঘদিন ধরে ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল গুড় তৈরি করে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে তাদের কারখানায় অভিযান চালানো হয়।
জরিমানার পাশাপাশি তাদের দুইজনকে সতর্ক করা হয়ে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।