ধানের রাজ্য হিসেবে পরিচিত নওগাঁয় চলতি মৌসুমের বোরো চাষাবাদ চলছে। শীতের তীব্রতা কিছুটা কমে আসায় সদর, মহাদেবপুর ও রাণীনগর উপজেলায় বিভিন্ন এলাকায় কৃষকরা মাঠে নেমেছেন বেশ জোরেশোরে। জমি ভেজানো, ট্রাক্টরে হালচাষ, মই দিয়ে জমি তৈরি, বীজ রোপণ ও সেচের কাজ চলছে। এ মৌসুমে ১১ উপজেলা নিয়ে গঠিত এই জেলায় এক লাখ ৯০ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
Published : 08 Feb 2024, 08:03 PM