যৌন হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও এক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী কাউন্সিলর।
বাদীর আইনজীবী খোরশেদ আলম জানান, চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী মঙ্গলবার মামলাটি আমলে নেন; বুধবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন।
আদালত ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছে বলে এই আইনজীবী জানান।
মামলার আসামিরা হলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল-আলম ও ওয়ার্ড কাউন্সিলর কাজী মনির।
মামলার নথি থেকে জানা গেছে, মামলার বাদী ওই নারী কাউন্সিলর গত ৩ অগাস্ট হাজীগঞ্জ পৌরসভার মেয়রের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর আনার জন্য যান। এ সময় আসামি মেয়র ও কাউন্সিলর তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন।
অভিযোগে বলা হয়, পরে তিনি ডাক-চিৎকার করে সেখান থেকে বের হয়ে নিজেকে রক্ষা করেন। তবে মেয়র ও কাউন্সিলর ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এই বিষয়ে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল-আলম ও সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মনিরের ব্যক্তিগত মোবাইলে নম্বরে একাধিকবার কল করা হয়। কিন্তু তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।