‘মুড়ির মোয়া বিক্রির আড়ালে মাদকের কারবার’, ২ তরুণ গ্রেপ্তার

শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2022, 12:44 PM
Updated : 31 Dec 2022, 12:44 PM

গাজীপুরের টঙ্গীতে মুড়ির মোয়া ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫৫০ টাকা ও ১২০টি মুড়ির মোয়া জব্দ করা হয় বলে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানায় টঙ্গী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মোশাহিদ (২৪) এবং হবিগঞ্জের লাখাই থানার সাতাউক গ্রামের বাদল মিয়া (১৯)। এ দুজন টঙ্গীর ভরান এলাকায় বসবাস করছিলেন।

সংবাদ সম্মেলনে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে শুক্রবার রাত ১০টার দিকে টঙ্গী ভরান এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ইয়াবা, মাদক বিক্রির টাকা ও মুড়ির মোয়া জব্দ করা হয়।

এ ব্যাপারে মামলার পর শনিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আশরাফুল।