Published : 28 Sep 2022, 07:02 PM
শরীয়তপুরে নড়িয়া উপজেলায় জমিজমার বিরোধের জেরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আবির হোসেন জানান।
নিহত মতিউর রহমান ওরফে মতু মুন্সি (৩০) ওই গ্রামের প্রয়াত আব্দুল করিম মুন্সির ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে আবির হোসেন জানান, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে মতু মুন্সির সঙ্গে প্রতিপক্ষের বিরোধ ছিল।
নিহতের ভাবি খাদিজা বেগম জানান, বুধবার দুপুরে তার দেবর বাড়ি এলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। এ সময় তার দেবর ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেন। তখন হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে মতু মুন্সিকে কুপিয়ে টেনে হিঁছড়ে রাস্তায় নিয়ে আসেন। সেখানেও তাকে আরেক দফা কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মতু মুন্সিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আবু তাহের মুন্সি বলেন, “২-৩ মাস আগে প্রতিপক্ষ আমাদের জায়গায় জোর করে ঘর তুলে আর আমদের বাড়ি ছাড়া করে। আজ তারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।”
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
পরিদর্নশক আবির হোসেন বলেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত সন্দেহে আমরা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।”
তবে আটকদের নাম জানাননি তিনি।