গাড়ি ভাঙচুর: সুনামগঞ্জে বিএনপির ৮০ জনের বিরুদ্ধে মামলা

মামলায় বলা হয়েছে, আসামিরা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সুনামগঞ্জের মদনপুর পয়েন্টে গাড়ি ভাঙচুর করেছেন।

সুনামগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 04:30 PM
Updated : 9 Nov 2023, 04:30 PM

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সুনামগঞ্জের মদনপুর পয়েন্টে গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।  

ঘটনার একদিন পর বৃহস্পতিবার এসআই মো. কাওসার মামুদ তোরণ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।

মামলায় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বুধবার সকালে লাটিসোঁটা, রড ও ইট-পাটকেল নিয়ে অবরোধের সমর্থনে পিকেটিংয়ে নামেন। তারা বেআইনিভাবে একাধিক গাড়ি ভাঙচুর করে সড়ক পথে নৈরাজ্য সৃষ্টি করে। এতে জনমনে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, “সড়ক পথে নৈরাজ্য সৃষ্টিকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।”