পাবনায় সড়কে প্রাণ গেল বাইক আরোহী দুই বন্ধুর, আরেকজন হাসপাতালে

তিন বন্ধু মোটরসাইকেলে নাটোর থেকে পাবনায় বেড়াতে গিয়েছিলেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2022, 06:26 PM
Updated : 8 Oct 2022, 06:26 PM

পাবনার ঈশ্বরদী উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন। 

শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার মুন্নার মোড় এলাকায় নাইম ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে পাকশি হাইওয়ে থানার এএসআই মো. বেলাল জানান।

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মোল্লাবাজার এলাকার মো. আহসান হাবীবের ছেলে সালাউদ্দিন আহমেদ (২৬) এবং উপজেলার হামলাইকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইশতিয়াক আহমেদ আশিক (২৫)।

সালাউদ্দিন নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ইশতিয়াক ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ ছাড়া গুরুতর আহত হয়েছেন গুরুদাসপুর বাজার এলাকার আরিফ (২৫)। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তার চাচা মো. মনিরুজ্জামান জানান।

তিনি আরও জানান, তিন বন্ধু এক মোটরসাইকেলে করে ঈশ্বরদীতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই বেলাল আরও জানান, কুষ্টিয়া থেকে রাজশাহীগামী মৌসুমী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান ইশতিয়াক।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় পুলিশ সালাউদ্দিন ও আরিফকে ঈশ্বরদী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এএসআই।