বরিশালে পৌর মেয়রের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ওই সাংবাদিক ও তার সহকর্মীদের সংবাদ পরিবেশনের জেরে আসামিরা ক্ষুব্ধ হন বলে মামলার এজাহারে বলা হয়।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2023, 06:29 PM
Updated : 21 May 2023, 06:29 PM

বরিশালের বাকেরগঞ্জ পৌর মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক সাংবাদিক।

রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করা হয় বলে আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানান।

মামলার বাদী দানিসুর রহমান লিমন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি। এ ছাড়া তিনি দৈনিক আমার সংবাদ ও দি বাংলাদেশ টু ডে-এর বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি।

মামলার আসামিরা হলেন- বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলার নলুয়া ইউনিয়নের দক্ষিণ নলুয়া গ্রামের সাব্বির হোসেন সাগর, রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের সায়েক আহাম্মেদ, ভরপাশা ইউনিয়নের গোলাম কিবরিয়া ও পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আহাম্মেদ শুভ।

বাদীর আইনজীবী এনায়েত হোসেন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া জাল জালিয়াতি করে ওয়ারিশ সনদ দিয়ে এক হিন্দু নারীর জমি দখল করার অভিযোগ ওঠে।  

“এ ছাড়া চলতি এসএসসি পরীক্ষায় এক ছাত্রীকে অনৈতিক সুবিধা দিতে সহায়তা করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্র সচিব ও হল সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

“এ দুটি বিষয়ে দানিসুর রহমান লিমন ও তার সহকর্মীরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করেন।”

মামলার এজাহারে বলা হয়, এতে মেয়র লোকমান হোসেন ও ওই ছাত্রীর বাবা বাদী সাংবাদিকের উপর ক্ষুব্ধ হন।

তারা নিজেদের ব্যবহৃত কয়েকটি ফেইসবুক আইডি থেকে বাদীর ছবি এডিট করে বিভিন্ন অশ্লীল লেখা লিখে পোস্ট ও শেয়ার করেন।

এতে সামাজিক সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ন্যায় বিচার পেতে আদালতে মামলা দায়ের করেছেন বলে মামলার বাদীর আইনজীবী জানান।