গ্রেপ্তার তিনজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
Published : 10 Mar 2023, 06:58 PM
নেত্রকোণার আটপাড়া উপজেলায় পাওয়া মরদেহের পরিচয় ও ওই যুবককে হত্যার রহস্য উন্মোচনের কথা জানিয়েছে র্যাব।
শুক্রবার বিকালে ময়মনসিংহ র্যাব-১৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
নিহত ২৯ বছর বয়সী মো. কাইয়ুম ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুন্দাইল গ্রামের মৃত আরব আলীর ছেলে।
গ্রেপ্তাররা হলেন কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. বাবুল হোসেন (২৮), সুনামগঞ্জের ধর্মপাশার হলিদাকান্দা গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ইয়াছিন মিয়া (২৯) এবং একই উপজেলার চাঁনপুর গ্রামের মহাজ উদ্দিনের ছেলে মো. আমির হোসেন (৩২)।
আমির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
আনোয়ার হোসেন জানান, ৭ মার্চ সকালে ভুরভুরিয়া গ্রামের সুলতু মিয়ার ডোবা থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি কাইয়ুম নামের এক ব্যক্তির বলে শনাক্ত করে তার পরিবার।
“পরদিন এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।”
ছায়া তদন্তে নেমে র্যাব বাবুলকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুজনকে গ্রেপ্তার করা হয় বলে আনোয়ার জানান।
তিনি বলেন, “গ্রেপ্তাররা কাইয়ুমকে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।
“অটোরিকশাটি তাদের হাতে আসার আগে চারবার হাতবদল হয়েছে। এ ঘটনায় আরও তিনজন সম্পৃক্ত রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
গ্রেপ্তারদের আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।