রাজপথ রক্তাক্ত করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ: নোমান

হামলা উপেক্ষা করে সমাবেশ সফল করায় নেতা-কর্মীদের অভিনন্দন জানান বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2023, 05:11 PM
Updated : 26 May 2023, 05:11 PM

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার অভিযোগের পর সমাবেশে যোগ দিয়ে তিনি বলেছেন, “আওয়ামী লীগ রাজপথ রক্তাক্ত করে ক্ষমতায় থাকতে চায়।”

শুক্রবার খাগড়াছড়ির মিল্লাত চত্বরে কেন্দ্র নির্ধারিত ১০ দাবি বাস্তবায়নে পূর্বঘোষিত সমাবেশ যাওয়ার পথে তার গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে।

হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, “যারা হামলা করেছে তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে।”

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ১৯ জেলায় সমাবেশ ডাকে বিএনপি। এরই অংশ হিসেবে খাগড়াছড়িতে সমাবেশে যোগ দিতে যান আব্দুল্লাহ আল নোমান।

হামলা উপেক্ষা করে সমাবেশ সফল করায় নেতা-কর্মীদের অভিনন্দন জানান নোমান।

এ সময় তিনি বলেন, “১০ দফা এখন সরকার পতনের এক দফা পরিণত হয়েছে। অচিরেই সরকারের পতন হবে। আওয়ামী লীগের চেষ্টা জনগণের আন্দোলনের মুখে ব্যর্থ হবে। ”

বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই শহরের উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের কলেজ রোডের নারিকেল বাগান এলাকায় দুদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বিএনপির কয়েকজন আহত হন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেছিলেন, “পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসা নোমানকে নিয়ে আসার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হামলা হয়।”

এতে নোমান রক্ষা পেলেও তাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি ওয়াদুদের।

পরে সমাবেশে যোগ দিয়ে ওয়াদুদ বলেন, “পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা শুধু বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা করে ক্ষান্ত হননি, পুরো জেলায় অন্তত ২০ স্থানে হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে।

অন্যদের মধ্যে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্ট, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।

আরও পড়ুন-

Also Read: খাগড়াছড়িতে নোমানের গাড়িতে ‘হামলা’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

Also Read: কেরাণীগঞ্জে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষ, নিপুণ রায় আহত